November 23, 2024

ফরচুন নিউজ ২৪

১২ কেজি এলপিজির দাম বাড়ল আরও ১৫১ টাকা

1 min read

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম বৃদ্ধিতে এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস ১৩৯১ টাকায় কিনতে হবে ভোক্তাদের। আগে যা ছিল ১২৪০ টাকা। নতুন ঘোষণা অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ১৫১ টাকা। বৃহস্পতিবার এই নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি।

এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি (এলপিজি) সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল এক হাজার ২৪০ টাকা। গএতে সবশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়। টানা দাম বাড়ার কারণে গেল বছর আলোচনায় ছিল এলপিজি। এবছর জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও আবার ৬২ টাকা দাম বাড়ায় সরকার।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *