হাদিসুরের মরদেহ ও ২৮ নাবিককে নেওয়া হচ্ছে রোমানিয়ায়
1 min readইউক্রেনের অলভিয়া বন্দরে আটকেপড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়া নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও রয়েছে।
শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
২ মার্চ রাতে জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। পরে আটকেপড়া এই জাহাজের ২৮ জন নাবিককে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যাওয়া হয়।
ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।