November 22, 2024

ফরচুন নিউজ ২৪

হবিগঞ্জে মুজিববর্ষের উপহার পাচ্ছে ৭৮৭ পরিবার

1 min read

মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়স্থল পাচ্ছে হবিগঞ্জের ৭৮৭টি ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে জেলার ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

একেবারে তৃণমূল পর্যায়ের গৃহ ও ভূমিহীন পরিবারকে খুঁজে খুঁজে এসব নতুন ঘর দেয়া হচ্ছে। ঘর পেয়ে খুশিতে আত্মহারা ওইসব পরিবার। ভূমিহীনদের জন্য দেয়া প্রতিটি ঘর নির্মাণে সরকারের খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। প্রথম ধাপে ৭ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪৫২টি ঘর হস্তান্তর করা হবে। পরবর্তী ধাপে হস্তান্তর করা হবে বাকি ২৬৬টি ঘর।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় ১৩৫, শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫৫, লাখাই উপজেলায় ৭৭, নবীগঞ্জ উপজেলায় ১১০, বানিয়াচং উপজেলায় ১০৫, আজমিরীগঞ্জ উপজেলায় ৮৮, চুনারুঘাটে ৮০, বাহুবলে ৫৭ এবং মাধবপুর উপজেলায় ৮০টি ঘর প্রথম ও দ্বিতীয় ধাপে হস্তান্তর করা হবে।

হবিগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, তৃণমূল পর্যায়ে গৃহ ও ভূমিহীনদের ঘর করে দেয়া সরকারের একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। প্রকৃত ভূমি ও গৃহহীনদের মাথা গোজার ঠাঁই করে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। সরকারের এ প্রকল্প যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেজন্য নিয়মিত তদারকি করছি। আশা করছি প্রকৃত ভূমিহীনরা এর সুফল পাবেন।

 

About The Author