January 28, 2025

ফরচুন নিউজ ২৪

হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

1 min read

বাংলাদেশ থেকে চলতি হজ মৌসুমে আরও ২ হাজার ৪১৫ জনের কোটা বাড়িয়েছে সৌদি আরব সরকার। কোটা বৃদ্ধির ফলে সর্বমোট ৬০ হাজার জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এর আগে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা দিয়েছিল সৌদি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত বরাদ্দের মধ্যে ১১৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ২ হাজার ৩০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাবার জন্য নির্ধারণ করা হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২২ জুন পর্যন্ত ৮৭টি ফ্লাইটে ৩১ হাজার ৫৩৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট।

এখন পর্যন্ত ৮২.৩৮ শতাংশ ভিসা ইস্যু হয়েছে। সৌদি আরবে মারা গেছেন ৬ জন হজযাত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *