May 2, 2024

ফরচুন নিউজ ২৪

স্পেনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে বানারীপাড়ার মুবিন

1 min read

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী ববর্রতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশের বরিশালের বানারীপাড়ার সন্তান আব্দুল্লাহ্ আল মুবিনের নেতৃত্বে স্পেনে পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। গত ১৫ মে শনিবার স্পেনের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে স্পেনের রাজপথ উত্তাল হয়ে ওঠে।

স্পেনের রাজধানী মাদ্রিদের আতোচা থেকে শুরু হয়ে পদযাত্রাটি সোলের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষাভ সমাবেশ ও ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে আড়াই ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি শেষ হয়। আল-জাজিরা টেলিভিশন চ্যানেল পুরো প্রতিবাদ কর্মসূচি লাইভ দেখায়। সেখানে নেতৃত্বের অগ্রভাগে থাকা বাংলাদেশের আব্দুল্লাহ্ আল মুবিনের সাহসী এ প্রতিবাদের ভূয়সী প্রশংসা করা হয়।

মুবিন বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মাসুম বিল্লাহর জ্যেষ্ঠ সন্তান। তিনি বাবা-মা ও ছোট ভাইসহ স্পেন প্রবাসী। তিনি স্পেনে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মুবিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে তার বাবা মাসুম বিল্লাহও অংশ নেন। এ প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ, মরক্কো, স্প্যানিশ, ফিলিস্তিন ও  সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কয়েক হাজার প্রবাসী অংশ নেন। প্রতিবাদ সমাবেশ শেষে তারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এ আগ্রাসন, বর্বরতা ও নৃশংসতা বন্ধে ভূমিকা নিতে স্পেন সরকারের কাছে স্মারকলিপির মাধ্যমে দাবি জানান। এদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ  গর্বিত বানারীপাড়াবাসী মানবতার পক্ষে ও আগ্রাসনের বিরুদ্ধে আব্দুল্লাহ আল মুবিনের এ বীরত্বপূর্ণ  ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

 

About The Author