December 3, 2024

ফরচুন নিউজ ২৪

সেরা উদীয়মান খেলোয়াড় উমরান মালিক

1 min read

এবারের আইপিএলে আলাদা করে নজর কেড়েছেন। উমরান মালিকই যে সেরা উদীয়মান খেলোয়াড় হতে যাচ্ছেন, আন্দাজ করা যাচ্ছিল আগেই। কাশ্মীরি এই পেসারের হাতেই উঠলো ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’-এর পুরস্কার।

সদ্য সমাপ্ত টুর্নামেন্টে গতিতে রীতিমত ঝড় তুলেন উমরান। কিংবদন্তি ক্রিকেটাররাও তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যার ফলশ্রুতিতে ভারতের জাতীয় দলে ডাক পাওয়ার সুখবরও পেয়েছেন ২২ বছর বয়সী উমরান।

গড় ২০.১৮। ইকোনমি ৯.০৩। স্ট্রাইকরেট ১৩.৪। এই পরিসংখ্যান অবশ্য বোঝাচ্ছে না, ম্যাচে কতটা প্রভাব ছিল তার বোলিংয়ের। রান খরচ করলেও ম্যাচ ঘুরিয়ে দেওয়া স্পেল ছিল বেশ কয়েকটি।

মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড় উমরানের হয়ে পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ শামি। রেকর্ড করা ভিডিওতে উমরান বলেন, ‌‘আমি খুবই খুশি। দয়া করে আমাকে সমর্থন দিয়ে যাবেন। আশা করি, আমি আরও এমন পারফরম্যান্স উপহার দিতে পারবো।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *