April 7, 2025

ফরচুন নিউজ ২৪

সিদ্ধান্ত পরিবর্তন :পুঁজিবাজারের লেনদেন আগের সময় অনুযায়ী হবে

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন পূর্বের সময় অর্থাৎ সকাল ১০টায় শুরু হবে। লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশের (কোয়াব) ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করায় পুঁজিবাজারের লেনদেনের সময় আর পরিবর্তন হবে না।

এর আগে ডিএসই ও সিএসইর পক্ষ থেকে জানানো হয়,  ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ঘোষিত ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ থাকার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার থেকে পুঁজিবাজারের লেনদেন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

About The Author