December 3, 2024

ফরচুন নিউজ ২৪

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে সতর্ক

1 min read

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। সে লক্ষ্যে টাইগারদের ক্যাম্প শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প শুরুর কথা শোনান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে খুব সতর্ক। এজন্য আমরাও আগে পরীক্ষা করাচ্ছি। সেখানে কোয়ারান্টিনে রাখতে হবে এবং ঘন ঘন পরীক্ষা করানো হবে। যেমন আমরা এখানে ১৮ তারিখ, ২১ তারিখ এবং যাওয়ার আগে একবার করাব। সেখানে গিয়েও করাব। যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। আল্লাহ না করুক এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারান্টিনে রাখতে হবে। এসব নিয়েই চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে।’

তার মতে, করোনা টেস্টের জন্য ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাসায় গিয়ে নমুন সংগ্রহের কথা। দুদিন পর অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের হোটেলে রাখার কথাও শোনান আকরাম খান।

তিনি জানান, জাতীয় দল ঘোষণা করা হবে ১০-১৫ সেপ্টেম্বরের দিকে। সেক্ষেত্রে জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার সময় দুই-এক দিন আগে-পরে হতে পারে।

আকরাম খান বলেন, ‘আমরা ১৮ তারিখে সবার (ক্রিকেটারদের) বাসায় গিয়ে কোভিড-১৯ টেস্ট করাব। এরপর ইনশাআল্লাহ ২০ তারিখের দিকে হোটেলে রাখার চিন্তা-ভাবনা করেছি। এরপর অনুশীলন করব ২১ তারিখ থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব। আমরা চেষ্টা করব ১০ থেকে ১৫ তারিখের মধ্যে দল দিয়ে দিতে। আমরা সংখ্যাটা একটু বাড়াব, ২০ থেকে ২২ জনের চিন্তা-ভাবনা করেছি। কারণ কোভিড-১৯ নিয়ে যাওয়া যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না।’

২১ তারিখ থেকে ক্যাম্প শুরু হলে জাতীয় দলের কোচিং স্টাফরা কবে আসবেন সে প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারান্টিনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করাতে পারবেন।’

About The Author