April 17, 2025

ফরচুন নিউজ ২৪

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাত বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যতু হয়ে বগি উল্টে যায়।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে।

About The Author