শেষ হলো বিসিবির এজিএম, আঞ্চলিক ক্রিকেট কাঠামো অনুমোদন
1 min readশেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে মঙ্গলবার (১৯ জুলাই) অনুষ্ঠিত এ সভায় অনুমোদন দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। যার মধ্যে সবচেয়ে আলোচিত- আঞ্চলিক ক্রিকেট কাঠামো। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের কাউন্সিলরশিপ নিয়ে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সভা শুরুর আগেই একে একে সভাস্থলে এসে উপস্থিত হন কাউন্সিলররা , উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান
গেল নির্বাচনে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বোর্ড সভাপতি। এজিএমে সে প্রতিশ্রুতি রাখল তার নেতৃত্বাধীন কমিটি। অনুমোদন দেওয়া হয়েছে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। বিসিবির গঠনতন্ত্রে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।