শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন
1 min readনেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ মিনিটের টেলিফোন আলাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে রেল যোগাযোগের ব্যবস্থা করার আশ্বাসও দেন। এ সময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিকেল ৫টার দিকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চেয়েছেন।’
প্রেস সচিব বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তারা শিগগিরই দুই দেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করার বিষয়ে আশা প্রকাশ করেন।