April 11, 2025

ফরচুন নিউজ ২৪

শিল্পখাতে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই – মিজানুর রাহমান

 

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে অবস্থিত মনীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কতৃক এক অনুষ্ঠান ও সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ফরহান হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপ এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তিনি, বক্তব্যের প্রথমেই তিনি শ্রদ্ধা ভরে স্মরন করেন বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ইতিহাসে অগ্নিঝড়া মার্চেরগুরুত্ব ও উত্তাল মার্চের গর্বিত ইতিহাস সম্পর্কেও আলোচনা করেন তিনি। তিনি বলেন শেখ মুজিব যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আজ তা বাস্তবায়িত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বের কাছে বাংলাদেশ একটি উজ্জ্বল উদাহরণ, তিনি আরও বলেন শিল্পখাতে শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়, শিল্পখাতে কাজ করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *