April 7, 2025

ফরচুন নিউজ ২৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি পারাপার শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফেরি পারাপার শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, আজ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৫টি ফেরি চলাচল করছে। জরুরি প্রয়োজন ছাড়া এই নৌরুট ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার আহম্মেদ আলী জানান, সকালে ৪টি ফেরি শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

About The Author