April 5, 2025

ফরচুন নিউজ ২৪

লেবাননের প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রদূত মুস্তাফা আদিব

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের উত্তরসূরি হতে যাচ্ছেন দেশটির জার্মানে নিযুক্ত রাষ্ট্রদূত মোস্তাফা আদিব। রোববার (৩০ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রীদের একটি দল তাকে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য মনোনয়ন করে।

প্রধানমন্ত্রী মনোনয়ন চূড়ান্ত করতে আজ সোমবার (৩১ আগস্ট) দেশটির রাষ্ট্রপতি মাইকেল অ্যাওনের সঙ্গে সংসদ সদস্যদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সাবেক চার প্রধানমন্ত্রীর ওই দলটি লেবাননের পার্লামেন্টে সুন্নি মুসলিমের প্রতিনিধিত্ব করে।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, লেবাননের রাজনীতিতে প্রভাবশালী সুন্নি জোট ‘ফিউচার মুভমেন্ট ব্লক’ থেকেই তার নাম প্রস্তাব করা হয়। আদিব জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন। লেবাননের রাজনীতিতে শিয়া প্রভাব জোরালো হলেও, বরাবরই সরকার পরিচালনায় থাকে সুন্নিরা।

চলতি মাসেই, বৈরুত বন্দরে মর্মান্তিক বিস্ফোরণে দু’শো মানুষের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। একইসাথে, ভেঙ্গে দেয়া হয় সরকার।

About The Author