April 5, 2025

ফরচুন নিউজ ২৪

লাইফ সাপোর্টে হাসানাত আব্দুল্লাহ, করোনা নেগেটিভ

বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কোভিড-১৯ এর ফল জানার পর চিকিৎসকরা হার্টের চিকিৎসা শুরু করেছেন। হাসপাতাল সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান আবুল হাসানাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে। হাসপাতালের আইসিইউতে নেয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছ বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছিল।

About The Author