April 12, 2025

ফরচুন নিউজ ২৪

লভ্যাংশ ঘোষণা করেছে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা। যা গত বছর একই সময়ে আয় ছিল ১.৯৭ টাকা।

এছাড়া সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩.০১ টাকা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২.৬৬ টাকা।

এদিকে কোম্পানিটি ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৯ নভেম্বর।

About The Author