April 5, 2025

ফরচুন নিউজ ২৪

রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১৪ শতাংশ

রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। ইউক্রেনে হামলার পরই এমন ঘটনা ঘটছে দেশটিতে। কারণ পশ্চিমাদেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, এরই মধ্যে রাশিয়ায় জীবন যাত্রার ব্যয় বেড়েছে ১৪ শতাংশ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাবে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম গত সপ্তাহে ১৪ শতাংশ বেড়েছে। ক্রমেই দেশটিতে মূল্যস্ফীতি বাড়ছে। এরই মধ্যে ডলারের বিপরীতে রুবলের দরও কমেছে উল্লেখযোগ্যভাবে।

জানা গেছে, চলতি বছর রাশিয়ান মুদ্রার ২২ শতাংশ পতন হয়েছে। এর ফলে দেশটির আমদানি ব্যয় অনেক বেড়েছে। দেশটির শেয়ারবাজার দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ফের চালু হওয়ার পর মূল্যস্ফীতির এমন খবর এলো।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বুধবার জানায়, গত সপ্তাহে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক পাঁচ শতাংশে। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিক সার্ভিস জানায়, দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলে চিনির দাম বেড়েছে ৩৭ দশমিক এক শতাংশ। ফলে এসময় গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।

সম্প্রতি ক্রেতাদের পণ্য নিয়ে হইচই করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, সুপারশপে চিনির জন্য কাড়াকাড়ি করছেন ক্রেতারা। যদিও প্রত্যেকজন কিনতে পারবেন মোট ১০ কেজি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের রোষানলে রাশিয়ার সরকার। আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *