April 7, 2025

ফরচুন নিউজ ২৪

রমজানের ‍আগে কম দামে মিলছে খেজুর

আসন্ন পবিত্র রমজানের আগে বাজারে কমেছে খেজুরের দাম। বিক্রেতাদের দাবি, এ বছর কম দামে খেজুর পাওয়া যাচ্ছে। তাদের ভাষ্য, গত বছরের চেয়ে কোনো কোনো খেজুরের দাম কেজিতে কমেছে অন্তত ১০০ টাকা। আবার কোনো খেজুরের কেজিপ্রতি দাম এর চেয়েও বেশি কমেছে। বর্তমানে বাজারে ২০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা কেজিতে বিভিন্ন ধরনের খেজুর মিলছে। তবে ক্রেতারা বলছেন, খেজুরের দাম আরও কম হওয়া উচিত ছিল।

আজ শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট ও সেগুনবাগিচার বাজার গুলোতে দামের এমন তথ্য মিলেছে।

কাওরানবাজারের বিক্রমপুর ফল বিতানে, আজোয়া ৬০০ থেকে ৮০০ টাকা- আবার প্রকারভেদে ১০০০ হাজার টাকা, মরিয়ম খেজুর ৬০০ থেকে ৭০০ টাকা, মাবরুর খেজুর ৮০০ থেকে ১০০০ টাকা, মেরজুন খেজুর ১০০০ টাকা, মামরুন খেজুর ৪৫০ টাকা, কালমী ৫০০ টাকা, লুলু বরই ২২০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে৷

About The Author