মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা আর নেই
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম (৮৫) মারা গেছেন।
গতকাল সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের মা। জীবদ্দশায় তিনি তার সন্তানদের উচ্চশিক্ষা ও মৌলিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া প্রত্যাশা করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়ার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।