ম্যারাডোনার সম্মানে ভারতে ৬ ফুট উচ্চতার কেক
1 min readভারতের তামিলনাড়ুর রামনাথপুরম শহরের একটি বেকারি প্রতি বছর বড়দিন আর ইংরেজি নববর্ষ উপলক্ষে নানা আকারের কেক বানিয়ে তাক লাগিয়ে দেয়। এবার ছয় ফুট উচ্চতার কেক বানাল দিয়াগো ম্যারাডোনার আদলে।
যেন দাঁড়িয়ে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৬০ কেজি চিনি আর ২৭০টি ডিম দিয়ে তৈরি এ বিশাল আয়তনের কেক বানাতে সময় লেগেছে চার দিন।
বেকারির মালিক সতীশ রঙ্গনাথন এমন অদ্ভুত সাইজের কেক তৈরির উদ্দেশ্য তুলে ধরে বলেন, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি চান- নতুন প্রজন্ম যেন পড়ালেখার সঙ্গে খেলাধুলায়ও আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠে। সারাক্ষণ স্মার্টফোন ও কম্পিউটারে ঘাড় গুঁজে না থেকে ফুটবল খেলতে মাঠে নামে।
প্রসঙ্গত গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছরে প্রয়াত হন ম্যারাডোনা।