April 9, 2025

ফরচুন নিউজ ২৪

ম্যারাডোনার মৃত্যুতে” ফরচুন বরিশাল” শোকাহত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ” ফরচুন বরিশাল” এর স্বত্ত্বাধিকারী, ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ও বরিশাল বিসিক মালিক সমিতির সভাপতি মো : মিজানুর রহমান স্যার।

ম্যারাডোনার মৃত্যুতে ”ফরচুন বরিশাল” এর স্বত্বাধিকারী মো : মিজানুর রহমান স্যার গভীর শোক প্রকাশ করেন বলেন, ফুটবল জাদুকর এর অভাব অপূরণীয়, ফুটবল ভক্তদের হৃদয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন।

বিশ্ব ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে হিসেবে বিবেচিত ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্টে তার জাদুময় পারফর্ম্যান্স মন ভরিয়ে দিয়েছিল ফুটবল প্রেমিদের।

ক্লাব পর্যায়ে তিনি বার্সেলোনা অধ্যায় শেষে যোগ দেন নাপোলিতে। এখানেও নিজের একক নৈপুণ্যে ইতালিয়ান ক্লাবটিকে দু’টি লিগ শিরোপা জেতান ম্যারাডোনা।

আর্জেন্টিনার জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন তিনি। খেলেছেন ৪টি বিশ্বকাপে।

About The Author