November 23, 2024

ফরচুন নিউজ ২৪

মোদিকে বরণ করতে প্রস্তুত টুঙ্গিপাড়া

1 min read

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বরণ করতে প্রস্তুত টুঙ্গিপাড়াবাসী। তাঁর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। সময় যতটা ঘনিয়ে আসছে স্থানীয়দের মধ্যে ততই বেড়ে চলছে আনন্দ ও উৎকণ্ঠা।

বাংলাদেশে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র পুণ্যভূমি টুঙ্গিপাড়া সফর করবেন। এ সময় মোদির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন বলে জানা গেছে।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০টা ৪৫ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আগমন করবেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পরে সামাধিসৌধ কমপ্লেক্সে বৃক্ষের চারা রোপণ ও পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করে স্বাক্ষর করবেন মোদি।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানান, টুঙ্গিপাড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। টুঙ্গিপাড়ার আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মোদির আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের এটা হবে গোপালগঞ্জে প্রথম সফর।

এরপর টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পূজা-অর্চনা ও মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

About The Author