April 6, 2025

ফরচুন নিউজ ২৪

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন এর উদ্যোগে ১৫০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বরিশাল জেলা প্রশাসক এর আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশাল কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বরিশাল জেলায় ১৫০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মননুজা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান বলেন, প্রতিবন্ধীরা আমাদের পরিবারের একটি অংশ মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া একই সময় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহকারী ৮টি স্কুলের মাঝে চেক বিতরণ করা হয়।

About The Author