April 11, 2025

ফরচুন নিউজ ২৪

মারিউপোলে আমাদের দিন শেষের পথে, বললেন ইউক্রেনীয় কমান্ডার

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের শেষ সামরিক ঘাঁটিতে থাকা ইউক্রেনীয় সেনাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রুশ সেনাদের সঙ্গে তারা আর পেরে উঠছে না। ইউক্রেনীয় সেনারা শেষ দিনগুলোতে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন সেখানকার কমান্ডার। খবর আল জাজিরার।

ইউক্রেনের ৩৬তম সেপারেট মেরিন ব্রিগেডের কমান্ডার সের্হি ভোলিনা বলেছেন, ‘শত্রুদের’ সংখ্যা আমাদের তুলনায় প্রতি ১০ জনে একজন। বুধবার (২০ এপ্রিল) সকালে এক ফেসবুক পোস্টে তিনি শহরটির সর্বশেষ ‘দুর্গে’ থাকা মানুষজনকে সরিয়ে নিতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন।

ইউক্রেন বলছে, সেনাদের পাশাপাশি মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় প্রায় এক হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে। তবে রাশিয়ার দাবি, অসংখ্য ভূগর্ভস্থ টানেল থাকা কারখানাটিতে আড়াই হাজার ইউক্রেনীয় ও ৪০০ বিদেশি ভাড়াটে যোদ্ধা রয়েছে।

চলমান যুদ্ধ ও পর্যাপ্ত যোগাযোগের অভাবে কোনো পক্ষের তথ্যেরই সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, মারিউপোলে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময়সীমা বেঁধে দেয় রাশিয়া। মস্কোর স্থানীয় সময় বুধবার বেলা ২টার মধ্যে তাদের সব সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে ক্রেমলিন। গত রোববার মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছিল রাশিয়া। তবে তাতে সাড়া দেয়নি ইউক্রেন। এ অবস্থায় বুধবার আত্মসমর্পণের জন্য আবার নতুন সময়সীমা দিয়েছে পুতিন বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুধু মানবিক নীতিবোধের কারণে ইউক্রেনীয় বাহিনী ও তাদের ভাড়াটে যোদ্ধাদের আত্মসমর্পণের সুযোগ দিচ্ছে রাশিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *