October 17, 2025

ফরচুন নিউজ ২৪

মারা গেলেন বিল গেটস’র বাবা

মাইক্রোসফটের সহযোগী প্রতিষ্ঠাতা বিল গেটস’র বাবা আর নেই। গত সোমবার বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বিল গেটস সিনিয়র হিসেবে পরিচিত দ্বিতীয় উইলিয়াম হেনরি গেটস। তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ‘সিয়াটল ল ফার্মের’ প্রতিষ্ঠাতা অংশীদার ছিলেন।

অফিশিয়াল এক ব্লগ পোস্টে বিল গেটস তার বাবার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, এত বছর ধরে আমাদের জীবনে এই আশ্চর্যজনক মানুষটি পেয়ে আমরা কতটা ভাগ্যবান, তার ছাপ আমাদের সবার ওপর দীর্ঘ সময় ধরে রয়েছে।

About The Author