April 7, 2025

ফরচুন নিউজ ২৪

মায়ের ভালোবাসা দিয়ে তিনি আমাকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন

জাতির পিতার একমাত্র ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি রাজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় স্বাধীনতা ও দেশবিরোধীচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়- শেখ হাসিনা সেই স্মৃতিচারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফেরার পর, সবসময় মায়ের ভালোবাসা দিয়ে তিনি পাশে থেকে আমাকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. রাজিয়া নাসের।

About The Author