ভয় কাটিয়ে ভালো আছেন ক্রিকেটাররা
1 min readশুক্রবার সকালে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ঘুম ভেঙেছে আতঙ্কজনক এক খবরে। ফেরিতে চড়ে সেইন্ট লুসিয়া থেকে ডমিনিকায় যাওয়ার পথে মাঝ সমুদ্রে ‘মোশন সিকনেস’র শিকার হয়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। যা ভয় ঢুকিয়েছে দলের প্রায় সবার মাঝেই।
তবে এখন ভালো খবর হলো, ফেরি যাত্রার সেই ভয় ও আতঙ্ক কাটিয়ে এখন সুস্থ আছেন ক্রিকেটাররা। রাতে মোটামুটি ভালো ঘুম হওয়ার পর সকালেই টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলনে নেমে পড়ছেন তারা। জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের বার্তায় জানা যাচ্ছে এ খবর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিম হোটেলের নয়নাভিরাম দৃশ্যের একটি ভিডিও আপলোড করেছেন সিডন্স। যেখানে তিনি লিখেছেন, ‘আপনারা সবাই হয়তো আমাদের সেইন্ট লুসিয়া থেকে ডমিনিকায় আসার ফেরি যাত্রার ব্যাপারে শুনেছেন বা দেখেছেন।’
‘এই ফেরি যাত্রা আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য খুবই ভয়ানক ছিল। তবে আমরা সবাই আজ সকালে ঘুম থেকে উঠে টিম হোটেলের এই দৃশ্য (ভিডিওতে দৃশ্যমান) দেখলাম। ফেরি যাত্রার অভিজ্ঞতা ব্যতীত, বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পেরেছে আমরা কৃতজ্ঞ।’
সবাই ভালো আছেন জানিয়ে তিনি আরও লিখেন, ‘এই সকালে আমরা সবাই ভালো আছি। আগামীকালের টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতির জন্য বের হচ্ছি। আমাদের অবশ্য নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং স্মার্টলি এগোতে হবে। কারণ এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ খুব বড় দল।’