May 24, 2025

ফরচুন নিউজ ২৪

ভারতে ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর জরিমানা

প্রতিবেশী যুবকের নামে ধর্ষণের মিথ্যা মামলা করেছিলেন এক নারী। পরে আদালতে বিষয়টি প্রমাণ হওয়ায় ওই নারীকে ২০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের গাজিয়াবাদে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, গত বছরের অক্টোবরে ধর্ষণের ওই ভিত্তিহীন মামলাটি করেছিলেন একজন নারী। রাতের বেলা ওই নারীর মেয়েকে প্রতিবেশী যুবক রজত ধর্ষণ করেছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন।ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রজতকে আটক করেছিল পুলিশ। গত বছরের অক্টোবর থেকে রজত কারাগারেই ছিলেন।

গত শনিবার আদালতে শুনানির সময় বিচারক মাহেন্দ্র শ্রীবাস্তব অবগত হন, ধর্ষণের অভিযোগটি পুরোটাই ভিত্তিহীন। এরপর বিচারক শ্রীবাস্তব অভিযোগকারী নারীকে ২০ হাজার রুপি জরিমানা করেন।

আদালত জানান, জরিমানা অনাদায়ে ওই নারীকে ১৫ দিন কারাগারে থাকতে হবে। এই জরিমানার ৫০ শতাংশ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

About The Author