April 17, 2025

ফরচুন নিউজ ২৪

ভারতে করোনার ঊর্ধ্বগতি থামছেই না, ফের সর্বোচ্চ সংক্রমণ

ফের ভারতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। একইসময়ে মৃত্যুবরণ করেছেন ৭৯৪ জন। শনিবার (১০ এপ্রিল) সকালে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এর মধ্যে দিয়ে টানা চারদিন ভারতে ২৪ ঘণ্টায় এক লাখের ওপর রোগী শনাক্ত হল। এর পাঁচ দিনে ছয় লক্ষেরও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। এই সময়ে তিন হাজার ৩৩৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত এখানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন। মোট প্রাণ হারিয়েছেন এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।

About The Author