April 5, 2025

ফরচুন নিউজ ২৪

ব্রাদার্স ইউনিয়নকে অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান মিজানুর রহমান ।

ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়ে বিজয়ী হওয়ায় ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান জনাব মিজানুর রহমান।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে রূপগঞ্জ গুটিয়ে যায় ১১১ রানে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দলকে ৫৩ রান এনে দেন ব্রাদার্সের অধিনায়ক মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী। জাহিদউজ্জামানের সাবধানী ব্যাটিংয়ের ফায়দা লুটে দ্রুত গতিতে রান তুলতে থাকেন মিজানুর। ৮টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে ৭৪ রান করে সাজঘরে ফেরেন মিজানুর। তবে শেষপর্যন্ত ১৫.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন।

৮টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে ৭৪ রান করেন মিজানুর ও দলের হয় বল হাতে হ্যাট্টিক সহ ৪ উইকেট শিকার করেন আলাউদ্দিন । ১৫.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।

সংক্ষিপ্ত স্কোর

টস : লিজেন্ডস অব রূপগঞ্জ

লিজেন্ডস অব রূপগঞ্জ : ১১১/১০ (১৯.১ ওভার)
নাঈম ৩৮, সাব্বির ২৩
আলাউদ্দিন ২১/৪, সুজন ১৩/২, সজীব ২২/২

ব্রাদার্স ইউনিয়ন : ১১২/২ (১৫.৩ ওভার)
মিজানুর ৭৪, জুনায়েদ ২১
শহীদ ২৪/১, সানজামুল ২৬/১

About The Author