April 5, 2025

ফরচুন নিউজ ২৪

ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এখন স্লোগানে স্লোগানে মুখরিত। শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন। ছাত্রলীগের একেকটি মিছিল আসছে সোহরাওয়ার্দীর পথে। হাজার হাজার নেতাকর্মীর কণ্ঠে স্লোগান।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এই দৃশ্য দেখা যায়।
ছাত্রলীগের ৩০তম সম্মেলন উপলক্ষে এখন মুখরিত হয়ে ওঠেছে সোহরাওয়ার্দীসহ এর আশপাশ।

jagonews24

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। আর্চওয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির পর ধীরে ধীরে ভেতরে প্রবেশ করেন তারা। সম্মেলনস্থলে বসে ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা প্রদর্শন করেন। এসময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

jagonews24

এর আগে ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১০ ও ১১ মে। তারপর নানা ঘটনা পরিক্রমায় চার বছর সাত মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *