April 15, 2025

ফরচুন নিউজ ২৪

বৃহস্পতিবার সংসদের লেকে ভাসবে গয়না নৌকা

বাংলাদেশ পর্যটন করপোরেশন আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ২টি নৌকা তৈরী করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় সংসদ লেকে নৌকাগুলো ভাসানো হবে।

বাংলাদেশ জাতীয় সংসদ লেকপাড়ে অনুষ্ঠিতব্য নৌকা ভাসানোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  প্রতিমন্ত্রী মাহবুব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এম.পি,  ইকবালুর রহিম এম.পি, শামসুল হক চৌধুরী এম.পি এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন।

About The Author