April 6, 2025

ফরচুন নিউজ ২৪

বৃহস্পতিবার বেসরকারি টিভি চ্যানেল বিজয় টিভির সাংবাদিক জুলহাসকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা 

 

ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামে।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে জুলহাস মারা যান।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন ঢাকা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থলে জনতার হাতে আটক হয়েছে শাহিন ও মোয়াজ্জেম নামে দুই সন্দেহভাজন। পরে তাদেরকে পুলিশে দেওয়া হয়

About The Author