January 28, 2025

ফরচুন নিউজ ২৪

বিসিক ভবনে তিন দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

1 min read

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে তিন দিনব্যাপী এসএমই পণ্য মেলা-২০২১ শুরু হয়েছে।সোমবার (১৮ জানুয়ারি) সকালে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিসিকের সহযোগিতায় বাংলাদেশ এসএমই ফোরাম এ মেলার আয়োজন করেছে। মেলায় ৩০টি স্টলে স্থান পেয়েছে ১০০ জন উদ্যোক্তা ও ৬৪ জেলার ঐতিহ্যবাহী এসএমই পণ্য।

মেলায় শাড়ি, কাপড়, থ্রি-পিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাতপণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, বুটিক, বাটিক, মধু, তৈজসপত্র, পাটজাত পণ্যসহ বিভিন্ন দেশীয় এসএমই পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

About The Author