বিসিকের রিজওনাল ডাইরেক্টর এর বরিশাল শিল্প নগরী (বিসিক) পরিদর্শন
1 min readবিসিকের রিজওনাল ডাইরেক্টর জনাব মাহাবুবুর রশিদ অদ্য ১১ মার্চ ২০২১ বিসিক বরিশাল এ শিল্প মন্ত্রণালয়ের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এর নিমিত্তে আগমন করেন। উপ মহাব্যবস্থাপক, বিসিক জনাব জালিশ মাহমুদ রিজওনাল ডাইরেক্টরকে বিসিক কার্যালয়ে স্বাগত জানান। তিনি বরিশাল শিল্প নগরীর অভ্যন্তরে রাস্তা, দেয়াল ও ড্রেনেজ সিস্টেম নির্মান সহ নিচু জমিতে বালু ভরাটের কাজ অবলোকন করেন। তিনি পর্যবেক্ষন করেন, ড্রেনের ওপর আরসিসি বক্স কালভার্টটি বেশ মজবুত করে নির্মান করা হয়েছে। কালভার্টটিতে ১২ মিমি রডের পরিবর্তে ১৬ মিমি রড এবং ইটের পরিবর্তে পাথর ব্যবহার করা হয়েছে। কালভার্টটির প্রস্থ ০৩ ফুটের পরিবর্তে ০৫ ফুট ২০ ইঞ্চি করা হয়েছে।
নির্মানাধীন কাজের সম্পর্কে তিনি বিস্তারিত খোজ খবর নেন এবং এতদ্ বিষয়ে আলোচনা শোনেন। রিজওনাল ডাইরেক্টর জনাব মাহাবুবুর রসিদ বালু ভরাটের কাজ ও নির্মানাধীন রাস্তা পরিদর্শন করে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। মজবুত ও টেকসই নির্মান সামগ্রী ব্যবহার করে উন্নতমানের রাস্তা, দেয়াল ও ড্রেনেজ সিস্টেম তৈরীর জন্য বিসিক শিল্প মালিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উন্নতমানের রাস্তা, দেয়াল ও ড্রেনেজ সিস্টেম নির্মানের মাধ্যমে বিসিকের সার্বিক কার্যক্রম গতিশীল ও পন্য উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে বলে বিশিষ্ট ব্যক্তিবর্গ মত প্রকাশ করেন।