বিপিএল ২০২২ এ ফরচুন গ্রুপের অফিসিয়ালী “ফরচুন বরিশাল” দলের মালিকানা অর্জন .

ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মিজানুর রহমান শীঘ্রই অনুষ্ঠিতব্য বিপিএল এর “ফরচুন বরিশাল” দলের মালিকানা অফিসিয়ালী অর্জন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক ২০ ডিসেম্বর ২০২১ স্বাক্ষরিত পত্রে অফিসিয়ালী “ফরচুন বরিশাল” দলের মালিকানা ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমানকে প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
ফরচুন গ্রুপ এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বরিশাল বাসিকে ও বিসিবিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
বিপিএল ২০২২ এর “ফরচুন বরিশাল” দলের অধিনায়কত্ব করবেন বিশ্বের বিখ্যাত ফার্স্ট র্যাংকিং অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের কোচের দ্বায়িতে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে প্রদানকারী খালেদ মাহমুদ সুজন।
এছাড়া “ফরচুন বরিশাল” দলের কোচিং প্যানেলে থাকবেন প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম। এ দলে আরো থাকবেন দেশের ও বিদেশের বিখ্যাত ক্রিকেটারগন।
বিপিএল ২০২২ এ “ফরচুন বরিশাল” দল প্রতিযোগিতায় ভালো করবে, এটাই বরিশালবাসীর প্রত্যাশা।
বিপিএল ২০২২ এ মিজানুর রহমান বরিশালবাসীর নিকট সর্বাত্বক সহযোগীতা ও “ফরচুন বরিশাল” দলের প্রতি সকলের সমর্থন ও দোয়া চেয়েছেন।