বিপিএলে ফিরছে পূর্ণাঙ্গ ডিআরএস সিস্টেম!
1 min readঅপারেটর প্রতিষ্ঠান না পাওয়ায় এবারের বিপিএলে শুরুতে ছিল না কোনো ডিআরএস প্রযুক্তির ব্যবহার। অনেক সমালোচনার মধ্যে চট্টগ্রাম পর্বে আনা হয় জোড়াতালির এডিআরএস সিস্টেম। কিন্তু অবশেষে বিসিবি দিল সুখবর। আসছে পূর্ণাঙ্গ ডিআরএস সিস্টেম।
ঢাকার দ্বিতীয় পর্ব শেষে সিলেট পর্ব ঘুরে বিপিএল যখন আবার ঢকায় ফিরবে তখন পাওয়া যাবে ডিআরএস সিস্টেম।শুধু বিপিএলের শেষ পর্বই নয় বরং আফগানিস্তান সিরিজেও থাকবে ডিআরএস সিস্টেম। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা চেষ্টা করছি। শুধু আফগানিস্তান সিরিজই নয়। বিপিএলের শেষের অংশে যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএস রাখা যায় কি না। সে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে অন্তত শেষদিকের ম্যাচগুলোতে আফগানিস্তান সিরিজের পরিপূর্ণ ডিআরএসটা নিশ্চিত করা . বিপিএলে এর আগের সব আসরে ছিল ডিআরএস। কিন্তু এবার আর পাওয়া যায়নি ডিআরএস। ঠাঁসা ক্রিকেটসূচী আর করোনায় কোনোভাবেই পাওয়া যায়নি ডিআরএস। বাধ্য হয়ে বিসিবি ব্যবস্থা করে জোড়াতালির এডিআরএস সিস্টেম। এতে তো সিদ্ধান্তে নির্ভুলতা আসেইনি বরং বিপিএল প্রায়ই হচ্ছে প্রশ্নবিদ্ধ।
বিসিবি যে ডিআরএস নিয়ে আসার চেষ্টা করেনি এমন নয়। খোদ আইসিসির দ্বারস্থ হয়েও ফল পায়নি তারা। এতোদিন বিকল্প ডিআরএস সিস্টেমে স্লোমোশন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছিল। তবে বিপিএলের অষ্টম আসরের শেষ পর্বে আসছে বিপিএল- এমনটাই বলছে বিসিবি কর্তাব্যক্তিরা।