বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নারিন
1 min readপ্রথম বলেই লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের সকল উত্তেজনায় জল ঢেলে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় ওপেনার সুনিল নারিন। মাত্র ১৩ বলে ফিফটি হাঁকিয়ে বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন তিনি।
শুধু তাই নয়, সবমিলিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে এর চেয়ে কম বলে ফিফটির রেকর্ড আছে আর মাত্র তিনজনের। যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাই ফিফটি করেছিলেন মাত্র ১২ বলে। তাদের ঠিক পরেই এখন নারিনের নাম। তিনি ফিফটি হাঁকিয়েছেন ১৩ বলে।
অন্যদিকে বিপিএল ইতিহাসে এতদিন ধরে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল আহমেদ শেহজাদের। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে মাত্র ১৬ বলে ফিফটি করেছিলেন এ পাকিস্তানি ব্যাটার। সেই রেকর্ড ভেঙে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরিয়ান হলেন নারিন।
চট্টগ্রামের করা ১৪৮ রানের জবাবে লিটন দাসকে নিয়ে ইনিংস সূচনা করেছিলেন নারিন। প্রথম বলেই লিটন আউট হওয়ার পর দ্বিতীয় বলে লেগ বাই থেকে ১ রান নেন তিন নম্বরে নামা ইমরুল কায়েস। তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে অল্পের জন্য বোল্ড হওয়া থেকে বেচে যান নারিন। ঠিক পরের বল থেকেই শুরু হয় তার তাণ্ডব।
শরিফুলের করা সেই ওভারের পরের তিন বলে যথাক্রমে ৬, ৪ ও ৬ হাঁকান নারিন। উইকেটে দুই বাঁহাতি দেখে অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে আক্রমনে আনেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু এই পরিকল্পনা কাজে লাগেনি। মিরাজের ওভারে তিনটি ছয় ও একটি চার মেরে দেন ক্যারিবীয় অলরাউন্ডার।
ফলে মাত্র ৯ বলেই ৩৬ রান হয়ে যায় নারিনের। এরপর তিনি আবার স্ট্রাইক পান পঞ্চম ওভারে গিয়ে। আফিফের করা সেই ওভারের প্রথম দুই বলে ছয় ও চার মেরে মাত্র ১১ বলেই ৪৬ রান করে ফেলেন নারিন। ফলে সম্ভাবনা জাগে মাত্র ১২ বলে ফিফটি করে বিশ্বরেকর্ডে ভাগ বসানোর। কিন্তু পরের বলে ১ রান নিতে পারেন নারিন, শেষ হয় বিশ্বরেকর্ডের সম্ভাবনা।
তা না হলেও, মৃত্যুঞ্জয় চৌধুরীর করার পরের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ১৩ বলে ফিফটিতে পৌঁছে যান নারিন। যা তাকে এনে দেয় বিপিএল ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরিয়ানের খেতাব। শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের বলেই আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ৫ চার ও ৬ ছয়ের মারে ১৬ বলে ৫৭ রান করেন নারিন।
এর আগে ২০১২ সালের আসরে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন আহমেদ শেহজাদ। সেই ম্যাচে তিনি খেলেন ৪৯ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস। সেদিন মাত্র ৪০ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন এ পাকিস্তানি ওপেনার। যা এখনও বিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
শেহজাদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অক্ষত থাকলেও, প্রায় দশ বছর পর দ্রুততম ফিফটির রেকর্ডটি কেড়ে নিলেন নারিন। বিশ্বে সবমিলিয়ে নারিনের সমান ১৩ বলে ফিফটির রেকর্ড রয়েছে মার্কাস ট্রেসকোথিকের। আর সমান ১২ বলে ফিফটি ছুঁয়ে বিশ্বরেকর্ডটি রয়েছে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাইয়ের দখলে।