April 7, 2025

ফরচুন নিউজ ২৪

বাবার সামনেই রণবীর কাপুরকে বিয়ে করতে চাইলেন সারা!

রণবীর কাপুরকে বিয়ে করতে চান। বাবা সাইফ আলি খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলি খান। যা শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। যদিও মেয়ের মনের ইচ্ছা জানার পর সরাসরি কোনও মন্তব্য করতে শোনা যায়নি সাইফ আলি খানকে। প্রসঙ্গত কারিনা কাপুর খানের কাজিন হলেন রণবীর কাপুর।২০১৮ সালে কফি উইথ করণ-এ হাজির হন সারা আলি খান। বাবা সাইফের সঙ্গেই করণের শো-তে হাজির হন সারা। সেখানে সারা কাকে বিয়ে করতে চান বলে জিজ্ঞাসা করেন করণ জোহর। যার উত্তরে রণবীর কাপুরের নাম নেন সাইফ-কন্যা। তিনি বলেন, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি।

About The Author