বানারীপাড়ায় ৩৩টি মামলায় ১৭হাজার ৬শত টাকা জরিমানা
1 min readকরোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের পঞ্চম দিনে বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। সড়কে যানবাহন নিয়ে বের হলেই তাদের জিজ্ঞাসাবাদ করছেন উপজেলা প্রশাসন। উপজেলার গুরুত্বপূর্ন স্থানে বসানো হয়েছে পুলিশ চেকপোষ্ট। সরকারী নিদের্শ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মটরসাইকে নিয়ে বের হওয়া ও স্বাস্থ্যবিধির মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ৩৩টি মামলায় ১৭হাজার ৬শত টাকা জরিমানা করেছেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আজ সোমবার সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিপন কুমার সাহার আদালত উপজেলা সদর বাজার, বিভিন্ন সড়কে সরকারী নির্দেশ অমান্য করে মোটরসাইকেল নিয়ে বের হওয়া ও সরকারের স্বাস্থ্যবিধির মাস্ক ব্যবহার না করায় মোটরসাইকেল চালক ও পথচারীদের ২৯টি মামলায় ১৫হাজার ২শত জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বানারীপাড়া মডেল থানার ওসি মোঃ হেলাল উদ্দিন, এসআই অপূর্ব কুমারসহ প্রমুখ।
এছাড়া রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিশাত শারমিনের নেতৃত্বে উপজেলার বানারীপাড়ার বিভিন্ন বাজারে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খেলা রাখায় ৪টি মামলায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২হাজার ৪শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এই সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া মডেল থানার এসআই কামাল হোসেনসহ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিপন কুমার সাহা সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পঞ্চম দিনে সরকারের কঠোর লকডাউন পালন করছে বানারীপাড়া উপজেলা প্রশাসন। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকে সরকারী নিদের্শের মাস্ক না পরা, মটরসাইকেল নিয়ে বের হওয়া ও নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদের জরিমানা করা হচ্ছে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে সকলকে নিষেধ করা হচ্ছে। জরুরী প্রয়োজনে বের হলে সরকারী নির্দেশের মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করলেই জরিমানা করা হয়।