বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্বে সাকিব-ফরচুন গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা
1 min readআবারও টেস্ট ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব। সাকিব আল হাসান এনিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোনও ফরম্যাটে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব পেলেন।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিসিবির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ও ফরচুন বরিশাল ক্রিকেট ফ্রান্সাইজির স্বত্তাধীকারী জনাব মিজানুর রহমান। তিনি বলেন বিসিবির এ স্বীদ্ধান্তটি যথার্থ এবং সাকিব অভিজ্ঞ একজন ক্রিকেটার,তার অভিজ্ঞতার প্রকাশ আমরা বঙ্গবন্ধ বিপি এল এ দেখতে পেয়েছি,তার চমৎকার অধিনায়কত্ত্বে বিপিএল এর পুরো আসরে ফরচুন বরিশাল ছিল সামনের কাতারে । তাই আমরা বলতেই পারি সাকিবের যে অভিজ্ঞতা, দলে অবস্থান, পারফরম্যান্স- সব মিলিয়ে সাকিবের মতো কাউকে নেতৃত্ব না দেয়া মানে তার ট্যালেন্ট কে পুরোপুরি ব্যবহার না করা।
বিসিবির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি শুভকামনা প্রকাশ করেন।