November 22, 2024

ফরচুন নিউজ ২৪

বাংলাদেশের সামনে পাহাড় সমান লক্ষ্য

1 min read

তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। মাত্র তিন উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে টিম সাউদির দল।

রোববার হ্যামিল্টনের সেডনপার্কে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া নাসুম আহমেদ প্রথম ওভার করতে আসেন। ওভারের শেষ বলে ফিন অ্যালেনকে বোল্ড করেন এই স্পিনার। ব্ল্যাকক্যাপসদের হয়ে অভিষিক্ত এই ওপেনার প্রথম বলেই শূন্য হাতে ফিরেন।

অন্যদিকে ওপেনার মার্টিন গাপটিলকে নিয়ে দ্রুত রান তোলায় মনোযোগ দেন তিন নম্বরে ব্যাট করতে নামা ডেভন কনওয়ে। দুইজনে মিলে ৫২ রানের জুটি গড়েন। নাসুমের বলেই ফিরে যান গাপটিল। ডান-হাতি এই ব্যাটসম্যান সৌম্য সরকারের হাতে ক্যাচ দেয়ার আগে ২৭ বলে ৩৫ রান করেন।

তৃতীয় উইকেটের কনওয়ের সঙ্গে ১০৫ রান যোগ করেন আরেক আরেক অভিষিক্ত উইল ইয়ং। ১৭তম ওভারের পঞ্চম বলে মেহেদী হাসানের বলে আফিফ হোসেনের তালুবন্দি হন ২৮ বছর বয়সী ইয়ং। তার আগে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

শেষ দিকে মাত্র ২০ বলে ৫২ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ৫২ বলে ৯২ রান আসে কনওয়ের ব্যাট থেকে। ১০ বল খেলে ২৪ রান করেন ফিলিপস।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, লোকি ফার্গুসন, হ্যামিশ বেনেট।

 

About The Author