April 6, 2025

ফরচুন নিউজ ২৪

বাংলাদেশকে ১৮টি মর্টার দিল ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে ১২০ মিলিমিটার ব্যাসার্ধের ১৮টি মর্টার দিয়েছে ভারত। এটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ বলে জানিয়েছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল বৈঠকের পর বাংলাদেশ ও মিয়ানমারের ভারপ্রাপ্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্থ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।

গত বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মর্টারগুলো বাংলাদেশকে দিয়েছে ভারত।

যুগ্ম সচিব বলেন, দুই দেশের যৌথ সহযোগিতায় জাহাজ তৈরির বিষয়টি বিবেচিত হচ্ছে। এই বিষয়ে দুই দেশই আগ্রহী।

About The Author