বরিশাল সাইন্স ক্লাব ফরচুন টেকনোলজির সভা অনুষ্ঠিত।
1 min readক্ষুদে বিজ্ঞানীদের সন্ধানে ‘চলো বিজ্ঞানী হই’ স্লোগান নিয়ে বরিশালে সাইন্স ক্লাবের ফরচুন টেকনোলজির ব্যানারে পস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে বরিশাল সাইন্স ক্লাবের পস্তুতি মূলক সভা গতকাল বরিশাল নগরীর বটতলা এলাকায় দুদক অফিসের পশ্চিম পার্শ্বে প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের সভা কক্ষে বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত বিজ্ঞান বিষয়ক কর্মশালার আলোচনা হয়।অনুষ্ঠিত সভায় ঢাকা ফরচুন টেকনোলজির প্রধান মোঃসবুজ আলী ড্রোন এবং রোবট ভেঙে উপস্থিত প্রায় অর্ধশত সাইন্সের শিক্ষার্থীদের সামনে পুনরায় গড়ে তার বিশেষ কার্যক্ষমতার বিষয় উপস্থাপন করেন।
বরিশাল সাইন্স ক্লাবের পস্তুতি মূলক সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বরিশাল সরকারি পলিটেকনিক্যাল ইনিস্টিউটের শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন,রোবট পদ্মা র আবিস্কারের টিমের অন্যতম সদস্য প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের আইসিটি শিক্ষক ফারহান মাসুক,বরিশাল সাইন্স ক্লাবের পস্তুতি মূলক ফরচুন টেকনোলজি ব্যানারে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদফতর বরিশাল অফিসের সহকারি প্রকৌশলী আব্বাস উদ্দিন, প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের পরিচালক, হেল্প দ্যা পুওর চিলড্রেন এর আহবায়ক মোঃ মাহাবুব হোসেন, প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের পরিচালক বিপুল রায়হান,সাংবাদিক মেহেদী হাসান খান সহ উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল সাইন্স ক্লাবের ফরচুন টেকনোলজির বরিশাল বিভাগীয় যুগ্ম আহবায়ক সাংবাদিক এম.এস.আই লিমন।এবং অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম নওরোজ হীরা প্রমুখ।