May 1, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশাল সদরে দুটিতে নৌকা, একটিতে স্বতন্ত্র ও একটিতে হাতপাখা  প্রার্থীর বিজয়

1 min read

বরিশাল সদর উপজেলায় দুটিতে আওয়ামী লীগ এবং একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী বিজয় লাভ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত কালাম হোসেন লিটন মোল্লা, চরবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত মাহাতাব হোসেন সুরুজ, জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হেদায়তুল্লাহ খান এবং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে লিটন মোল্লা এবং মাহাতাব হোসেন সুরুজ দুটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তাছাড়া বাকি দুজন প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাছাড়া চরমোনাই ইউনিয়নের বাইরে বরিশাল সদরে এটিই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রথম বিজয় বলে জানা গেছে।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে চরবাড়িয়া ইউনিয়নে প্রথমবারের মত ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। এই ইউনিয়নে বিজয়ী প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ ৪ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদ পেয়েছেন ২ হাজার ৪৫২ ভোট। এ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইমাম আব্দুল করিম পেয়েছেন এক হাজার ৪৩২ ভোট।

জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হেদায়তুল্লাহ খান ২ হাজার ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত দিদারুল আলম শাহীন নৌকা প্রতীক নিয়ে এক হাজার ৬৯৮ ভোট পেয়েছেন।

কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত আবুল কালাম লিটন মোল্লা নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩১৪ ভোট।

এছাড়া টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান আনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো. বাহাউদ্দিনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মন্টু বিশ্বাস, গাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত মো. জসীম উদ্দিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, ‘বরিশালে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে বৈরি আবহাওয়া থাকা সত্ত্বেও ভোটারদের উপস্থিতিও ভালো ছিল বলে জানিয়েছেন তিনি।

 

About The Author