বরিশাল বিসিক শিল্প নগরীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
1 min read২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় ফরচুন সুজ লিমিটেড এর সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিআরএম মেশিনের (এটিএম বুথ) শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড জোনাল হেড বরিশাল বিভাগ জনাব মো : আমিনুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি এবং ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বরিশাল ইসলামি ব্যাংক কর্পোরেট ব্রাঞ্চ এর ম্যানেজার মোঃ ইয়াকুব আলী । ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর এমডি জনাব আমানুর রহমানসহ সিনিয়র কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিগণ ও উপস্থিত ছিলেন ।
বরিশাল বিসিক শিল্প নগরীর সকল কল কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বেতন উত্তোলনের সুবিধার্থে বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি এবং ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর সিআরএম মেশিন (এটিএম বুথ) স্থাপন করা হয়। এই বুথ এর মাধ্যমে Mini banking কার্যক্রম সহজতর হবে।
সিআরএম মেশিনের মাধ্যমে ২০,০০০/- টাকা পর্যন্ত মাত্র ১০/- টাকা খরচে নগদ টাকা পাঠানোর সুবিধা পাবে। ২. একাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবে। ৩. একাউন্টে দেয়া মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে। ৪. ইউটিলিটি (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা) বিল পরিশোধ করতে পারবে। ৭. অন্য ব্যাংকের একাউন্টে বা কার্ডে মুহুর্তে টাকা পাঠাতে পারবে। ৫. মোবাইল ফোনে রিচার্জ করতে পারবে। ৬. কার্ড ব্যতীত নগদ লেনদেন করতে পারবে। ৭. নগদ টাকা উত্তোলন করতে ও জমা দিতে পারবে।
সিআরএম মেশিন (এটিএম বুথ) এর শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি ফরচুন সুজ ও প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেড পরিদর্শন করেন। এ সময় ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জানান, ইসলামী ব্যাংকের একটি শাখা বিসিক এলাকায় চালু করার প্রচেষ্টা রয়েছে, যা অচিরেই কার্যকর হবে।