April 11, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশাল বিসিক শিল্পনগরীর উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন

আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি ২০২০ বরিশাল বিসিক শিল্পনগরীর উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মহোদয় ও জেলা প্রশাসক জনাব জসিম উদ্দিন হায়দার।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক জনাব জালিস মাহমুদ,  বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন হাওলাদার প্রমুখ ।

বিসিকের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ জানান, নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের মধ্যস্থতা ও সহযোগীতায়, বরিশাল সিটি করপোরেশন নির্দিস্ট ফি জমা দিয়ে পাইপের মাধ্যমে পলি মাটি এনে বিসিকের নিচু এলাকা ভরাটে সন্মতি দেয়।

রবিবার বরিশাল সিটি করপোরেশনে ফি জমা দিয়ে বিসিকের ৩৭ একর জমি ভরাট কার্যক্রম শুরু হবে বলে জানান উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ। ভরাট কার্যক্রম সম্পন্ন হয়ে গেলে বিসিকে আরও ১১০টি প্লট শিল্পদ্যোক্তাদের মাঝে বরাদ্দ দেয়া হবে বলে তিনি জানান।

বরিশাল বিসিক শিল্পনগরীর উন্নয়নমূলক প্রকল্পের বালি ভরাট কাজের উদ্বোধন করায় মাননীয় মেয়র মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরচুন গ্রুপ অফ কোম্পানিজ।

 

About The Author