April 26, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্তের দিনে ১৩ মৃত্যু

1 min read

বরিশাল বিভাগে গত একদিনে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত রেকর্ড। একই সময়ে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট মারা গেছেন ১৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ২৩ শতাংশ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৯৬ জন। গত একদিনে কারোনায় মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১৬ জন।

দ্বিতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায় নতুন ১৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৬৭৪ জন। গত একদিনে ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন।

পিরোজপুর জেলায় নতুন শনাক্ত হয়েছেন ১৬০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৩ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮১ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪৩ জন। গত একদিনে ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮১ জন।

ভোলায় নতুন শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন। গত একদিনে কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩ জন।

বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। গত একদিনে ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

About The Author