April 6, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশাল নগরীর সড়ক ড্রেন খাল সংস্কারের দাবীতে বাসদের ধারাবাহিক বিক্ষোভ

বরিশাল নগরীর সড়ক, ড্রেন ও খাল সংস্কারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সড়ক, ড্রেন ও খাল সংস্কারের দাবীতে ১৫ দিনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ভাটিখানা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বরিশাল নগরীর ৯০ ভাগ সড়ক চলাচলের অনুপোযোগী। এখনও এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, ভরে গেছে খালগুলো। যার ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই ড্রেন ও খাল সংস্কারেরও দাবী জানান তারা।

About The Author