April 5, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে ৪৭ হাজার জেলেরা পাবে সরকারী চাল

ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে বরিশালের জেলেদের চাল দেবে সরকার। এই জেলার ৪৭ হাজার জেলেকে সহায়তা দেয়ার কথা বলেছে মৎস্য অধিদপ্তর।

আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২১ দিন দেশব্যাপী ইলিশ আহরণ,বিপণন,পরিবহন,কেনা-বেচা, বিনিময় ও মজুদ নিষিদ্ধ থাকবে।

ইলিশের ডিম পাড়ার মৌসুম শুরু হওয়ায় সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছে।

বরিশাল জেলা মৎস্য অফিস রোববার জানায়,বরিশালে মোট ৭৫ হাজার ৬৯১ জন নিবন্ধিত জেলে আছেন। তাদের মধ্যে ইলিশ ধরা থেকে বিরত থাকা ও হতদরিদ্র বিবেচনায় ৪৭ হাজার জেলেকে চাল বিতরণ করা হবে।

প্রত্যেককে ২০ কেজি করে মোট ৯৪০ মেট্রিক টন চাল মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দেয়া হবে। বরাদ্দকৃত চাল জেলা থেকে উপজেলা ও ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। শিগগিরই বিতরণ শুরু হবে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ বলেন,জেলেদের মাঝে চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটলে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

About The Author